সন্তোষপুর স্টেশনের কাছে ভয়াবহ আগুন, শিয়ালদহ দক্ষিণে ট্রেন চলাচল ব্যাহত

কলকাতা: সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন। আগুনের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল।

জানা গিয়েছে, শিয়ালদা বজবজ শাখায় সন্তোষপুর স্টেশনে বৃহস্পতিবার বিকেলে আগুন লেগে যায়। কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে সেভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। স্টেশনের উপর একাধিক ঝুপড়ি দোকানে আগুন লেগে যায়। স্টেশনের উপর একের পর এক দোকানে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আগুন দেখে সন্তোষপুর স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। পূর্ব রেলেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগুন কী করে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে পুরোদমে। যাত্রীদের কথা ভেবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চালানো হবে।

স্থানীয় সূত্রে খবর, আগুন যেখানে লেগেছে সেখানে প্রায় ৪০টি দোকান রয়েছে। তার মধ্যে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের