কলকাতা: আজ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি, যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীরা, যেখানে ইস্টবেঙ্গল মরশুমের প্রথম জয় পেতে মরিয়া, অন্যদিকে মোহনবাগান তাদের ঐতিহ্যবাহী আধিপত্য বজায় রাখতে চাইছে।
ইস্টবেঙ্গল এবারের দলগঠনে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। মাঝমাঠের নক্ষত্র মাদিহ তালাল, দিমিত্রিয়োস দিয়ামান্তাকোস, এবং অনবরত বিতর্কে থাকা অনোয়ার আলিকে দলে নিয়ে এসেছে তারা। তবে মাঠে এই চমকপ্রদ স্থানান্তরগুলো এখনো প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, শক্তিশালী দল নিয়ে মোহনবাগান এই ম্যাচে এগিয়ে রয়েছে এবং তাদের ফর্ম অনুযায়ী আরেকটি ডার্বি জয় ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল।
ইস্টবেঙ্গল এখন পর্যন্ত আইএসএলে চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি এবং লিগের তলানিতে অবস্থান করছে। মোহনবাগান তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে—চার ম্যাচে দুই জয়, এক ড্র এবং এক হার তাদের ঝুলিতে। ইস্টবেঙ্গলকে আরও চাপে ফেলছে তাদের শেষ আটটি আইএসএল ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের অভাব, যেখানে প্রতিটি ম্যাচেই তারা অন্তত দুটি করে গোল হজম করেছে।
ইস্টবেঙ্গলের আরও একটি পরিবর্তন এসেছে মাঠের বাইরে। ক্যালিঙ্গা সুপার কাপে দলের সাফল্যের পরও প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত সরে দাঁড়ান, যার ফলে নতুন কোচ হিসেবে আসেন বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন ম্যানেজার অস্কার ব্রুজোন। কোচ বদলের পরেও ইস্টবেঙ্গল এখনও সাফল্য পেতে সংগ্রাম করছে।
মোহনবাগান বর্তমানে লিগে চতুর্থ স্থানে রয়েছে এবং সম্প্রতি তারা মোহামেডান এসসির বিরুদ্ধে জয় পেয়ে কলকাতা ডার্বিতে আত্মবিশ্বাস নিয়ে নামছে। এই ম্যাচে তাদের জয় ধরে রাখার জন্য ফর্ম এবং ইতিহাস তাদের পক্ষে থাকলেও, ইস্টবেঙ্গল এই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচে চমক দেখাতে চাইবে।
কলকাতা ডার্বি লাইভ দেখা যাবে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ ১ এইচডি চ্যানেলে, এছাড়াও জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।