শেষমেশ সব জল্পনার ইতি টেনে আইপিএল-এর প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ঘোষণা করল বিসিসিআই। গতবারের চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে ফাইনালের সম্ভাবনা থাকলেও, তা সরিয়ে নেওয়া হয়েছে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাশাপাশি প্লে-অফের বাকি ম্যাচগুলির ভেন্যু নিয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী:
প্রথম কোয়ালিফায়ার: ২৯ মে, পিসিএ স্টেডিয়াম, মুল্লানপুর
এলিমিনেটর: ৩০ মে, পিসিএ স্টেডিয়াম
দ্বিতীয় কোয়ালিফায়ার: ১ জুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম
ফাইনাল: ৩ জুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম
সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আবহাওয়া এবং অন্যান্য ‘কারিগরি কারণ’ মাথায় রেখেই হায়দরাবাদ ও কলকাতাকে বাদ দিয়ে নতুন ভেন্যু ঠিক করা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখযোগ্যভাবে, প্লে-অফের আগেই বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। ম্যাচটি হবে ২৩ মে।
বিসিসিআই-এর এই পরিবর্তন শুধু ভেন্যু নিয়েই নয়, আলোচনার কেন্দ্রে আইপিএল-এ নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও। কলকাতা, হায়দরাবাদ বঞ্চিত হয়ে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে সরব বহু সমর্থক।