উত্তরবঙ্গে উন্নয়নের ধারা বজায় রাখতে মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ড থেকে একাধিক প্রকল্পের সূচনা ও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের জন্য বাড়ি, নতুন হাসপাতাল, রাস্তা-কালভার্ট থেকে শুরু করে পর্যটন এবং শিল্প—সবদিকেই জোর দেওয়া হয়েছে তাঁর ঘোষণায়।
মুখ্যমন্ত্রী বলেন, “আগে উত্তরবঙ্গে কোনও উন্নয়নই হয়নি। আমরা ক্ষমতায় আসার পরই কাজ শুরু হয়েছে। এখন উত্তরবঙ্গ সবদিক থেকেই এগিয়ে।” এদিন চা সুন্দরী প্রকল্পে আরও বাড়ি তৈরির ঘোষণা করেন তিনি। বীরপাড়ায় ৯ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল তৈরি হবে। উত্তরবঙ্গের একাধিক এলাকায় রাস্তাঘাট ও কালভার্ট তৈরির জন্যও কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে।
পর্যটনে জোর দিতে জল্পেশ মন্দিরে ৫ কোটি টাকা ব্যয়ে স্কাই ওয়াক, বানারহাট শীতলা মন্দির সংস্কারে ১ কোটি এবং মর্গান হাউসের সংস্কারের ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী। ফালাকাটায় ৬০ কোটি টাকা ব্যয়ে অ্যাপ্রোচ রোড ও উত্তরায়ণের পাশে ৭৭ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণাও করেন। জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্র তৈরিতে ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়।
উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী রাজ্য সরকার।