সুপার কাপ জয়ের পর ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোনে অভিনন্দন জানিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে।

দেবব্রতকে ফোন করে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার ফুটবলকে উপরে তুলে ধরার জন্য ইস্টবেঙ্গলকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচ, সাপোর্ট স্টাফ, অন্যান্য কর্মকর্তা ও অবশ্যই সমস্ত ফুটবলারকে শুভেচ্ছা জানান তিনি।

দীর্ঘ দিন পর চেনা মেজাজে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে। ক্লাবের এই সাফল্যের পিছনে মুখ্যমন্ত্রীর অবদান কম নয়। ইস্টবেঙ্গলের পাশে সব সময় থেকেছেন তিনি। আইএসএল খেলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ব্য়বস্থা করে দেওয়া বিনিয়োগকারীর হাত ধরেই এ বার তুলনায় ভাল দল তৈরি করতে পেরেছেন ইস্টবেঙ্গল কর্তারা।

প্রসঙ্গত, রবিবার ওড়িশা এফসির-র বিরুদ্ধে ফাইনালে ৩-২ গোলে জিতে সুপার কাপ চ্যাম্পিয়ন হতেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলার ছাড়পত্র পেয়ে গেল ইস্টবেঙ্গল। আবার এশীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। ইস্টবেঙ্গলের সামনে সেই সুযোগ এসে গিয়েছে।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?