নাটকীয় জয়! আরসিবি-কে ১ রানে হারাল নাইটরা

কলকাতা: রবিবার নাটকীয় পরিণতি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের।

প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২২২ রান তুলেছে কেকেআর। ক্যাপ্টেন শ্রেয়সের হাফসেঞ্চুরি, ওপেনার সল্টের ৪৮ রান ছাড়া বিশেষ করে বলতে হয় রমনদীপ সিং ও আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংসের কথা। শেষ বেলায় আন্দ্রে রাসেলের সঙ্গে জুটি বাঁধেন রমনদীপ সিং। ২০ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস দেখা গিয়েছে আন্দ্রে রাসেলের ব্যাটে। আর রমনদীপ ৯ বলে ২৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন। আরসিবির হয়ে ২টি করে উইকেট পেয়েছেন যশ দয়াল ও ক্যামেরন গ্রিন। ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও লকি ফার্গুসন।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২০৪ রান তাড়া করে জিতেছে আরসিবি। ফলে এই ম্যাচে নিজেদের ছাপিয়ে যেতে হত তাদের। কিন্তু সেটাই হল না তাদের। শেষ ওভারে জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ২১ রান। সেই ওভারে স্টার্ককে তিনটি ছক্কা মারেন করণ শর্মা। এর পরেই তাঁকে আউট করেন স্টার্ক। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সেই বলে দৌড়ে এক রান নিলেও দ্বিতীয় রানটি নিতে পারেনি। রান আউট হয়ে যান ফার্গুসন। তাতেই জিতে যায় কলকাতা।

Related posts

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা

আজ আইপিএলে মুম্বইয়ের মুখোমুখি কেকেআর, কখন কোথায় দেখবেন