কলকাতা: ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের আগে অনেকটাই চাপমুক্ত হলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের করা মামলায় শামির উপর থেকে চাপ কমল। শামির বিরুদ্ধে বধূ নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা করেছিলেন হাসিন জাহান। সেই বধূ নির্যাতন মামলায় এবার জামিন পেলেন মহম্মদ শামি।
মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন ভারতীয় ক্রিকেটার। সঙ্গে ছিলেন শামির দাদা মহম্মদ হাসিমও। দু’জনেই জামিনের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দু’জনকেই জামিন দিয়েছেন।
আদালত জানিয়েছিল, শামি জাতীয় দলের ক্রিকেটার হওয়ায় তাঁর খ্যাতি ও সুনাম রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। কিন্তু আদালতে হাজিরা দিয়ে ৩০ দিনের মধ্যে শামিকে জামিন নিতে হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ মার্চ মহম্মদ শামি এবং তাঁর দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন। প্রায় চার বছর ধরে মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে।