প্রথম টেস্টে হার। দ্বিতীয় টেস্টে অন্য মেজাজে টিম ইন্ডিয়া। কেপটাউনে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ৫৫ রানে। মাত্র ২৩.২ ওভারেই গুটিয়ে গেল সাউথ আফ্রিকা। বিধ্বংসী মেজাজে রয়েছেন মহম্মদ সিরাজ। একাই তুলে নিলেন ৬টি উইকেট।
বুধবার কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে। এডেন মার্করামকে আউট করে শুরুটা করেছিলেন সিরাজ। এর পর ডিন এলগার, টোনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনে এবং মার্কো জানসেনকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে সিরাজ ৯ ওভারে ১৫ রান দিয়ে নেন ৬ উইকেট।
সিরাজ ছাড়াও এ দিন উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। দু’টি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল ঠাকুরকে বসিয়ে এই ম্যাচে মুকেশকে দলে নেয় ভারত। উল্লেখযোগ্য ভাবে, এ দিন ২.২ ওভার বল করেন মুকেশ। কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার পেসার।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান ও ১ ইনিংসে হেরেছিল ভারত। এ বার নতুন বছরে কেপটাউনে প্রোটিয়া বধের লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া।