জোড়া গোলে এগিয়েও মুম্বইয়ের বিরুদ্ধে জয় হাতছাড়া মোহনবাগানের

শনিবার মুম্বই এরিনায় দুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না মোহনবাগান। প্রায় ৩৫ মিনিট ১০ জনের মুম্বই সিটি এফসিকে পেয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ ড্র করল সবুজ-মেরুন শিবির। এই ড্রয়ের ফলে মোহনবাগানের বড় ক্ষতি না হলেও ইস্টবেঙ্গলের প্লে-অফের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল।

ম্যাচের ৩২ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৯ মিনিট পর রিবাউন্ড থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ওঠে মুম্বই। ৫৭ মিনিটে কর্নার থেকে জন টোরাল একটি গোল শোধ করেন। এরপর লাল কার্ড দেখে বিদায় নেন বিক্রম প্রতাপ সিং, কিন্তু ১০ জন নিয়েও লড়াই চালিয়ে যায় মুম্বই। ৮৯ মিনিটে সেটপিস থেকে নাথান রড্রিগেজ গোল করে মুম্বইকে সমতায় ফেরান।

এই ড্রয়ে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই তাদের প্লে-অফ নিশ্চিত হবে। মুম্বইয়ের এই পয়েন্ট পাওয়ায় ইস্টবেঙ্গলের প্লে-অফের সুযোগ আরও কঠিন হয়ে গেল। এখন শেষ জায়গার জন্য নর্থইস্ট এবং জামশেদপুরের সঙ্গে লড়তে হবে লাল-হলুদকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে