আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ)-এ পর পর দুই ম্যাচে জয়। বুধবার দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান। বুধবার বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন হুগো বুমোস।
ম্যাচের শুরুর দিকে মোহনবাগানকে চাপে রেখেছিল বেঙ্গালুরু। অনিরুদ্ধ থাপা একটি গোললাইন সেভ করেন। ৬৭ মিনিটে একমাত্র গোলটি করেন হুগো বুমোস।
বুমোসের গোলের পরও আক্রমণ শানাতে থাকে মোহনবাগান। ৭৫ মিনিটে মোহনবাগানের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে ফেলেন বেঙ্গালুরুর সুরেশ। লাল কার্ড দেখেন তিনি। এর পর ম্যাচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর রোশনও লাল কার্ড দেখেন।
ম্যাচের শেষ সাত মিনিট বেঙ্গালুরুর খেলোয়াড়ের সংখ্যা নয় হয়ে যায়। ম্যাচের ৯১ মিনিটে প্রতি-আক্রমণে উঠে আসা দিমিত্রি পেত্রাতোসকে বক্সের সামনে স্পষ্টতই ঠেলে ফেলে দেন রওশন সিং। ফলে তাঁকে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়। অর্থাৎ শেষ সাত মিনিট বেঙ্গালুরুকে ন’জনে খেলতে হয়। তা সত্ত্বেও মোহনবাগান এর ফায়দা তুলতে পারেনি।