কলকাতা: এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১-এ নর্থইস্ট ইউনাইটেডকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের শেষ দিকে যে কয়েকটি সুযোগ পেয়েছিল তারা, তা কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট।
নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও কার্যত রাজার মতোই ফিরল সবুজ-মেরুন ব্রিগেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে শুক্রবার হাইল্য়ান্ডার্সদের ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
চার মিনিটের মাথায় ফাল্গুনী সিংয়ের গোলে নর্থইস্ট এগিয়ে যাওয়ার পরে যে চাপটা এসেছিল, তা প্রথম গোল করে কাটিয়ে দেন দীপক টাঙরি। ১৪ মিনিটে গোল শোধের পর কামিংস ব্যবধান বাড়ান ২৮ মিনিটে এবং ৭১ মিনিটের মাথায় শুভাশিসের গোলে ৩-১ জয় সুনিশ্চিত করে মোহনবাগান এসজি। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলে তারা। নর্থইস্ট রয়ে গেল সাতে।
কয়েকদিন আগে নর্থইস্টকে পাঁচ গোলের ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের খেলোয়াড়রাও যদি সুযোগগুলি ঠিকঠাক কাজে লাগাতে পারতেন, তা হলে সেই ব্যবধানকেও ছাপিয়ে যেত পারতেন হয়তো।