ডুরান্ডের শুরুতেই বাজিমাত মোহনবাগানের! বাংলাদেশ আর্মিকে ৫ গোলে হারাল সবুজ-মেরুন

কলকাতা: ১৩২তম ডুরান্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের দু-দল। মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ফুটবল টিম। বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের।

বৃহস্পতিবার খেলা শুরুর আগে বলে শট মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠের পারফরম্যান্সে নজর কাড়ল মোহনবাগান। সুপার জায়ান্টের মতোই খেলল তারা। এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে বাগান। সিনিয়র দলের মাত্র তিন জন ফুটবলার রয়েছেন। অন্য দিকে বাংলাদেশ আর্মি দলে সে দেশের জাতীয় দলে খেলা ফুটবলারেরা ছিলেন। তাঁদেরই নাচিয়ে ছাড়লেন বাগানের তরুণেরা। গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান।

১৪ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে ক্রস বাড়ান রবি। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানা সেই বল ছুঁতে না পারলেও ঠিক জায়গায় ছিলেন লিস্টন। বল ধরে বাঁ পায়ের টোকায় দলকে এগিয়ে দেন তিনি। ২৭ মিনিটের মাথায় সুহেলকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মনবীর। ৩৯ মিনিটের মাথায় মাঝমাঠে বল পেয়ে চকিত টার্নে ডিফেন্ডারকে বোকা বানান লিস্টন। বক্সে সুহেলের দিকে বল রাখেন তিনি। সুহেলের শট গোলরক্ষকের মাথায় উপর দিয়ে গোলে ঢুকে যায়। কিন্তু মেহেদির আত্মঘাতী গোল হিসাবে সেটি দেখা হয়। বিরতিতে ফল ৩-০।

৫৮ মিনিটে মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ৪-০ করেন নামতে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লিস্টন কোলাসোর শট, ফিরতি বল গোলে ঢোকান কিয়ান নাসিরি। শেষ অবধি ৫-০ ব্যবধানে জয় মোহনবাগানের।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে