385
আইএসএলের ফাইনালে জিতল মুম্বই সিটি এফসি। মোহনবাগান হারল ১-৩ ব্যবধানে। প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান হর্হে পেরেরা দিয়াস। দ্বিতীয় গোল করেন বিপিন সিংহ। সংযুক্তি সময়ে তৃতীয় গোল ইয়াকুব ভোজটাসের।
৫২ মিনিটে সমতা ফেরায় মুম্বই। মাঝমাঠ থেকে বক্সে থাকা দিয়াসের উদ্দেশে লম্বা পাস বাড়িয়েছিলেন অ্যালবার্তো নগুয়েরা। ঘাড়ে মনবীর সিংহকে নিয়েই গোল করেন দিয়াস।
৮১ মিনিটে ফের গোল খায় মোহনবাগান। গোল করেন বিপিন। সংযুক্তি সময়ে আরও একটি গোল করে মুম্বই। এর পিছনে মোহনবাগানের ডিফেন্ডারদেরই দোষ রয়েছে। ইয়াকুব পাস দিয়েছিলেন বিক্রমকে। তিনি পাস দেন বিপিনকে। বিপিনের শট কোনও মতে শুভাশিস বাঁচিয়ে দিলেও সামনে থাকা ভোজটাস গোল করে যান। ব্যবধান হয়ে যায় ৩-১।