আইএসএলের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হিসেবে জামশেদপুর এফসির নাম নির্ধারিত হয়ে গেল। রবিবার (৩০ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ২-০ গোলে পরাজিত করে জামশেদপুর সেমিফাইনালে পৌঁছেছে।

সেমিফাইনালের প্রথম পর্ব ৩ এপ্রিল জামশেদপুরের মাঠে অনুষ্ঠিত হবে,এবং দ্বিতীয় পর্ব ৭ এপ্রিল কলকাতায় মোহনবাগানের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।

মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছিল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে