ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হিসেবে জামশেদপুর এফসির নাম নির্ধারিত হয়ে গেল। রবিবার (৩০ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ২-০ গোলে পরাজিত করে জামশেদপুর সেমিফাইনালে পৌঁছেছে।
সেমিফাইনালের প্রথম পর্ব ৩ এপ্রিল জামশেদপুরের মাঠে অনুষ্ঠিত হবে,এবং দ্বিতীয় পর্ব ৭ এপ্রিল কলকাতায় মোহনবাগানের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।
মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছিল।