শেষ মুহূর্তে ধাক্কা! কাস্টমসের কাছে হেরে সুপার সিক্সের আশা কঠিন মোহনবাগানের

কলকাতা ফুটবল লিগে বুধবার হতাশাজনক পরাজয় মোহনবাগানের। শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে গোল হজম করে ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে গেল সবুজ-মেরুন শিবির। এর ফলে সুপার সিক্সে ওঠার পথ আরও কঠিন হয়ে গেল তাদের সামনে।

ইনজুরি টাইমের ৯৭ মিনিটে কাস্টমসের রৌনক পাল জয়সূচক গোল করেন। ততক্ষণ পর্যন্ত ম্যাচের গতি ছিল সমান সমান। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টায় একের পর এক আক্রমণ চালালেও দু’দলই গোলের মুখ খুঁজে পাচ্ছিল না। কিন্তু শেষ মুহূর্তের ধাক্কায় খালি হাতে ফিরতে হল মোহনবাগানকে।

এই জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কাস্টমস পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল (গোল পার্থক্যে এগিয়ে)। দ্বিতীয় স্থানে সুরুচি সঙ্ঘ, বুধবার তারা ২-০ গোলে হারিয়েছে রেলওয়েকে। অন্যদিকে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল মোহনবাগান।

বুধবার অধিনায়ক সন্দীপ মালিককে ছাড়া মাঠে নামতে হয়েছিল মোহনবাগানকে। তাঁর চোটের কারণে দল ক্ষতিগ্রস্ত হলেও, খেলায় লড়াই করে গিয়েছে সবুজ-মেরুন। তবুও রবি হাঁসদাদের নেতৃত্বে ধারে-ভারে এগিয়ে থাকা কাস্টমস শেষ পর্যন্ত হাসল।

এই হারের ফলে সুপার সিক্সে জায়গা করে নেওয়ার জন্য মোহনবাগানকে বাকি ম্যাচগুলোতে আরও লড়াই করতে হবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে