বিশ্বকাপে আরেকটা ইতিহাসের সামনে মরক্কো

সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরেও এ বারের ফিফা বিশ্বকাপে মরক্কোর স্বপ্ন শেষ হয়ে যায়নি। আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে শেষ চারে পৌঁছে বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে তারা। শনিবার তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ক্রোয়েশিয়ার। এখনও অনেক কিছুর অপেক্ষায় মরক্কো। সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে পরাজিত ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটা ইতিহাস গড়ার এই তো সুযোগ।

গত বারের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা সহজ নয় বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু বিশ্বকাপে তৃতীয় স্থান মিলে গেলে তা মরক্কোর কাছে বিশাল প্রাপ্তি হবে। নিঃসন্দেহে টুর্নামেন্টের সবচেয়ে চিত্তাকর্ষক দলগুলির মধ্যে একটি মরক্কো। মজার বিষয় হল, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাইরে কোনো দলই ফিফা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান অর্জন করতে পারেনি।

ফলে মরক্কো যদি শনিবার ক্রোয়েশিয়াকে হারাতে পারে, তা হলে তারা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাইরে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হবে যারা তৃতীয় স্থান অধিকার করবে।

প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল পরস্পরের বিরুদ্ধেই। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। শেষটাও নিজেদের বিরুদ্ধেই খেলছে দুই দেশ। পুনরায় সাক্ষাতে ভালো ফলের প্রত্যাশায় মরক্কো।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে