মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

তৃতীয় স্থান নির্ধারণের ম্য়াচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল মরক্কো। তবে মর্যাদা রক্ষার ম্যাচে গর্বকে সঙ্গী করেই দেশে ফিরছেন মরক্কোর খেলোয়াড়রা। কারণ, বিশ্বকাপে আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে শেষ চারে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছে তারা।

শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থানের ম্যাচে খেলতে নেমেছিল ক্রোয়েশিয়া এবং মরক্কো। শুরু থেকেই দুই দল আক্রমণের রাস্তা বেছে নিয়েছিল। ম্যাচের ৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার গুয়ার্দিওল। বাঁ-দিক থেকে ফ্রি-কিক নেন মদ্রিচ। পেরিসিচের এটিকে বক্সের ভিতর নিয়ে যান। আর গুয়ার্দিওল হেডারে জালে জড়ান।

২ মিনিটের মধ্যেই গোল শোধ মরক্কোর। গোল করেন আশরফ দারি। হাকিম জিয়েচ ফ্রিকিক নিয়েছিলেন। মায়ের ক্লিয়ার করতে গিয়ে পিছন দিকে হেড দেন। সেই বলে মাথা ছুঁইয়ে গোল করেন দারি। তবে ওরসিচের গোলে বিরতির আগে ২-১ করে নেন ক্রোটরা।

কাতার বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় বারের মতো একে অন্যের মুখোমুখি হল মরক্কো-ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দেখায় গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছিল ম্যাচের ফলাফল। তবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ক্রোয়েশিয়া জিতল ২-১ গোলে।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা