টানা পাঁচ ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। লখনউয়ের মাঠে হলুদ সেনার দাপট ফের দেখা গেল, আর নেতৃত্বে সেই পুরনো ধোনি। ব্যাটে, উইকেটের পিছনে আর সিদ্ধান্তে—সর্বত্রই ছিল তাঁর ছাপ। গ্যালারিতে আবারও প্রমাণ হল, ধোনি যে মাঠেই নামুন না কেন, সেটা হয়ে ওঠে তাঁর ঘরের মাঠ।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে দুরন্ত জয় পেল চেন্নাই। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ধোনি, আর বোলিংয়ে শুরুতেই ছন্দে ফেরেন খলিল ও জাডেজা। পুরানকে ফিরিয়ে দেন অংশুল কম্বোজ, রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদল করেন ধোনি নিজে। পরে একটি বুদ্ধিদীপ্ত রানআউট করেও নজর কাড়েন। ২০ ওভারে ৭ উইকেটে লখনউ তোলে ১৬৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ওপেনিং জুটি এনে দেয় ৫২ রান। শেখ রশিদ অভিষেক ম্যাচেই দেখালেন সম্ভাবনা। জাডেজা, ত্রিপাঠী আউট হলেও ম্যাচ জমিয়ে দেন শিবম দুবে ও ধোনি। দুবে অপরাজিত ৪৩, ধোনি খেলেন মাত্র ১১ বলে ঝোড়ো ২৬ রানের ইনিংস। সব মিলিয়ে, ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের জয়ে ফিরল আত্মবিশ্বাস ও পুরনো ছন্দ।