মুলানপুরের স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এলিমিনেটরে গুজরাটকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল হার্দিক পাণ্ডিয়ার মুম্বই। সেখানে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক। শুরুতে ঝলক দেখালেও এবার এলিমিনেটরে পুরনো রূপে ফিরলেন রোহিত শর্মা। যদিও দু’বার জীবন পান তিনি—৩ ও ১২ রানে। তারপর জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে চালান ঝড়। বেয়ারস্টো ২২ বলে ৪৭ রান করে ফেরেন, কিন্তু রোহিত থামেন ৫০ বলে ৮১ রানে। ইনিংস সাজানো ছিল ৪টি ছক্কা ও ৯টি চারে।
সূর্যকুমার ২০ বলে ৩৩ ও তিলক বর্মা ১১ বলে ২৫ রান করেন। শেষদিকে হার্দিক ৯ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মুম্বই তোলে ২২৮ রান।
জবাবে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। গিল ১ রান করে আউট হন বোল্টের বলে। এরপর সাই সুদর্শন রীতিমতো একক লড়াই চালান। তাঁর ৪৭ বলে ৮০ রানের ইনিংসে আসে ১০টি চার ও ১টি ছক্কা। তাঁকে সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর (৪৮)। কিন্তু বুমরাহর দুরন্ত ইয়র্কারে সুন্দর ফিরলে খেলা ঘুরে যায়।
রাদারফোর্ড কিছুটা লড়াই করলেও ডেথ ওভারে মুম্বইয়ের বোলাররা কড়া নিয়ন্ত্রণ রাখেন। শেষ দু’ওভারে দরকার ছিল ৩৮ রান। বোল্ট ও গ্লিসন মিলে কাজ সহজ হতে দেননি। শেষ ওভারে চোট নিয়েও দুর্দান্ত বল করেন গ্লিসন, বাকিটা সামলান অশ্বনী।
শেষ পর্যন্ত ২০ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে মুম্বই। এখন তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ — পাঞ্জাব কিংস।