প্রথম পাতা খেলা টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের একাদশ পদক এনে দিলেন প্রবীণ কুমার

টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের একাদশ পদক এনে দিলেন প্রবীণ কুমার

59 views
A+A-
Reset

ডেস্ক: টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের একাদশ পদক এনে দিলেন প্রবীণ কুমার। হাই জাম্পের টি৬৪ বিভাগে তিনি রুপো জিতলেন নতুন এশিয়ান রেকর্ড গড়ে। থাঙ্গাভেলু মায়াপ্পন (Mariyappan Thangavelu) এবং শরদ কুমারের পর হাই জাম্পে দেশের হয়ে তৃতীয় পদক আনলেন ১৮ বছর বয়সের অ্যাথলিট প্রবীণ কুমার (Praveen Kumar)। হাই জাম্পের টি-৬৪ বিভাগে এশিয়ার মধ্যে রেকর্ড গড়ে রূপো জিতলেন তরুণ ভারতীয় অ্যাথলিট। প্রথম প্যারালিম্পিকে অংশ নিয়েই পদক জিতে উচ্ছ্বসিত ১৮ বছরের প্রবীণ। ২০১৯ সালে প্যারা অ্যাথলিট হিসেবে হাই জাম্প বেছে নেওয়ার পর এদিন নিজের সেরা পারফরম্যান্সের মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছেন। নয়ডার বাসিন্দা প্রবীণই এবারের প্যারালিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় পদকজয়ী। 

আরও পড়ুন: ধুমধাম করে হয়ে গেল ‘আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর খুঁটিপুজো


প্রবীণ কুমারের এই পজক জয়কে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। তিনি টুইটে লেখেন, ‘প্রবীণ কুমার প্যারালিম্পিকে রুপো জেতায় গর্বিত বোধ করছি। এই পদক তাঁর একনিষ্ট একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফল। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’


Tokyo Paralympics-এ নামার আগে প্রবীণের ব্যক্তিগত রেকর্ড ছিল ২.০৫ মিটার। কিন্তু অলিম্পিকের মঞ্চে জীবনের সেরা পারফরম্যান্স দিলেন তিনি। এদিন ২.০৭ মিটার উঁচুতে লাফান প্রবীণ। তাঁর ব্যক্তিগত রেকর্ড হওয়ার পাশাপাশি এশিয়া মহাদেশের মধ্যেও রেকর্ড গড়লেন প্রবীণ। তবে, রেকর্ড গড়লেও অল্পের জন্য সোনা হাতছাড়া করেছেন 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.