অশ্বিনের ঘূর্ণিতে জব্দ ইংরেজরা, দ্বিতীয় ইনিংসে ইশান্তের ভেলকি

ওয়েবডেস্ক : রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত স্পেল সত্ত্বেও চেন্নাই টেস্টে হারের ভ্রুকূটি বিরাটদের সামনে। কারণ ভারতকে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি খুবই কঠিন।

হাতে ৯ উইকেট থাকলেও পিচে বল বনবন করে ঘুরছে। এই পরিস্থিতিতে ম্যাচ ড্র করতে হলেও মঙ্গলবার গোটা দিন ব্যাট করতে হবে ভারতীয় দলকে।

সোমবার ম্যাচের চতুর্থদিনে গতকালের ২৫৭/৬ রান থেকে খেলা শুরু করে ভারতীয় দল। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন শুরুটাও ভাল করেছিলেন।

কিন্তু দলের ৩০৫ রানের মাথায় আউট হয়ে যান অশ্বিন (৩১)। এরপর সুন্দর বাকি ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান। ইশান্ত-বুমরাহ-শাহবাজকে নিয়েই দলের রান ৩৩৭ রানে পৌঁছে দেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। শেষপর্যন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন।

প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকলেও বিরাটদের ফলো-অন করাননি ইংরেজ অধিনায়ক জো রুট। তার বদলে দ্বিতীয়বার ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা।

আরও পড়ুন : চেন্নাই টেস্টে ফলো-অনের ভ্রুকূটির সামনে ভারত

বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর এই ইনিংসে নিলেন ছ’টি উইকেট। বলতে গেলে একাই ভেঙে দিলেন ইংরেজদের গোটা ব্যাটিং লাইনআপ। অশ্বিন ছাড়া শাহবাজ নেন দু’টি উইকেট।

এছাড়া ইশান্ত ও বুমরাহ একটি করে উইকেট পান। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রান সেই জো রুটের। ৪০ রান করেন তিনি। শেষপর্যন্ত ৪৬.৩ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪২০ রান। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১২ রানেই ফিরে যান রোহিত শর্মা। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে রয়েছেন শুভমন গিল (১৫) এবং চেতেশ্বর পূজারা (১২)। হাতে ৯ উইকেট এবং জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৮১ রান।

এই পরিস্থিতিতে বিরাটদের ম্যাচ জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং মঙ্গলবার পূজারা-গিলরা সারাদিন ব্যাট করলে ভারত ম্যাচ বাঁচিয়ে ফেলতে পারে। অন্যদিকে, সিরিজের প্রথম ম্যাচে জয় পেতে অ্যান্ডারসন-আর্চারদের প্রয়োজন ৯টি উইকেট।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?