বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন রোহিত শর্মা ও নবদীপ সাইনি

বুধবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ফাস্ট বোলার নবদীপ সাইনি।

বাম হাতের বুড়ো আঙুলে চোট রয়েছে রোহিতের। বর্তমানে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের সময় ওই চোট পেয়েছিলেন রোহিত।

বিসিসিআই নির্বাচক কমিটি ইতিমধ্যেই রোহিতের বদলি হিসেবে অভিমন্যু ইশ্বরনের নাম অন্তর্ভুক্ত করেছে। তাঁকে দলের সঙ্গে থাকতে বলা হবে জানা গিয়েছে।

অন্য দিকে, পেসার নবদীপ সাইনিও পেটের পেশীতে স্ট্রেনের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন।

এক নজরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), কেএস ভারত (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার, জয়দেব উনাদকট।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?