Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বাজিমাত রাজস্থান রয়্যালসের - NewsOnly24

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বাজিমাত রাজস্থান রয়্যালসের

চেন্নাই সুপার কিংসের বিজয়রথ থামিয়ে দিল রাজস্থান রয়্যালস। এর আগে টানা তিন ম্যাচে জিতে হ্যাট্রিক করে ফেলেছিল চেন্নাই। এ বার বৃহস্পতিবার জয়পুরের মাঠে তাদের আটকে দিল রাজস্থান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। জস বাটলার করেন ২৭ রান। ১৭ বলে ১৭ রান করেন সঞ্জু। ৪৩ বলে ৭৭ রান করেন যশস্বী জয়সওয়াল। ধ্রুব জুয়েল ৩৪ রান করে রানআউট হন। পড়িক্কল অপরাজিত থাকেন ২৭ রানে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেন সঞ্জু স্যামসনরা।

২০০-র বেশি রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাতে পারেননি রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। ১৬ বলে ৮ রান করে আউট হন কনওয়ে। রুতুরাজ অবশ্য ৪৭ রান করেন। আজিঙ্কে রাহানেকেও ১৫ রানের মাথায় ফিরিয়ে দেন অশ্বিন। হাল ধরার চেষ্টা করেন শিবম দুবে (৫২)। ২৩ রানের মাথায় আউট হন মইন। রবীন্দ্র জাডেজাও ২৩ রানে অপরাজিত থাকলেও ২০ ওভার শেষে চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ১৭০ রানে।

রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। ৩৫ রানে ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

উল্লেখযোগ্য ভাবে, ৩২ রানে জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল সঞ্জু স্যামসনের দল। ৮ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটের বিচারে চেন্নাইকে টপকে গেল রাজস্থান। দুই দলের ঝুলিতে আপাতত ১০ পয়েন্ট করে থাকলেও নেট রান রেটে চেন্নাইকে পিছনে ফেলল রাজস্থান।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি