এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা সৌরভের

কলকাতা: এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের শেষ খেলায় ৪-০ গোলের ব্যবধানে হংকং-কে হারিয়েছে ভারত। যদিও এই ম্যাচ ছিল নিয়মরক্ষার জন্য। কারণ, অন্য একটি ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে প্যালেস্তাইন ফিলিপিন্সকে হারিয়ে দেয়। এর ফলে ভারতে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। হংকং-কে হারানোর ফলে গ্রুপ শীর্ষে থেকে এশিয়ান কাপে চলে গেল ভারত। এই সাফল্যের জন্য ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

টইটারে তিনি লিখেছেন, ‘এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের যোগ্যতা অর্জন দারুণ কাজ। এই লক্ষ্যে পৌঁছনোর জন্য ফুটবলের মক্কা কলকাতার থেকে ভালো জায়গা আর হয় না। পুরো প্রতিযোগিতাতেই দর্শকদের সমর্থন ছিল অসাধারণ।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক