ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাগুইআটির যুবকের

কলকাতা: শনিবার ডার্বি ম্যাচ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক দর্শকের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জয়শঙ্কর সাহা নামে এক যুবকের।

পুলিশ সূত্রের খবর, প্রথমার্ধের খেলা চলাকালীন ১৫ মিনিটের মাথায় বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা জয়শঙ্কর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন।  তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিলেন তিনি।

গ্যালারিতে সে সময় উপস্থিত ছিল পুলিশ। জয়শঙ্করকে অসুস্থ হয়ে পড়তে দেখে পুলিশ তাঁকে নিয়ে যায় সল্টলেকের আমরি হাসপাতালে। রাত ৯টা বেজে ৭ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়। ম্যাচে এটিকে মোহনবাগান ২-০ ব্যবধানে জিতেছে। তবে সেই ফলাফল দেখার আগেই প্রয়াত হন ওই সমর্থক। তাঁর বয়স ৩৭ বছর। বাড়ি বাগুইহাটিতে। তাঁর স্ত্রী এবং এক সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে