মোহনবাগানের সচিব পদে সৃঞ্জয় বসু, ঘোষিত হল নতুন কার্যকরী কমিটির ২১ সদস্যের নামও

মোহনবাগান ক্লাবের সচিব হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। শনিবার সন্ধ্যায় ক্লাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় তাঁর নাম ঘোষণা করেন।

সচিব পদে সৃঞ্জয় ছাড়া অন্য কেউ মনোনয়ন না জমা দেওয়ায় আগেই তাঁর নির্বাচিত হওয়া নিশ্চিত ছিল। এ দিন ঘোষিত হল নতুন কার্যকরী কমিটির ২১ সদস্যের নামও।

ক্লাবের নতুন সভাপতি হওয়ার সম্ভাবনা দেবাশিস দত্তর। সোমবার কার্যকরী কমিটির বৈঠকে তাঁর নাম চূড়ান্ত হতে পারে। কারণ, সৃঞ্জয়ের পুরো প্যানেল জয়ী হওয়ায় সভাপতি পদেও তাঁদের পছন্দের প্রার্থীকেই অনুমোদন দেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে