আজ, রবিবার থেকে শুরু এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। প্রথম দিন দু’টি ম্যাচ, খেলছে চারটি দল।
এ দিন ভোর ৬টায় প্রথম ম্যাচে মুখোমুখি আমেরিকা ও কানাডা। এর পর রাত ৮টায় নামছে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলবে পাপুয়া নিউ গিনির সঙ্গে।
এই দু’টি ম্যাচই দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে একেবারে চারটি দল বেড়ে গিয়েছে। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এবার পয়েন্টের বিচারে, প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু’টি দল সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করবে। এবার সুপার এইটের ক্ষেত্রেও আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। সেখানেও একটি গ্রুপের প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। সেখানেও প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু’টি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনালে উঠবে।