সিএবি সভাপতি হচ্ছেন না সৌরভ, কেন সরে দাঁড়ালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি

কলকাতা: সিএবি সভাপতি পদে লড়াই করছেন না সৌরভ গঙ্গেপাাধ্যায়। রবিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে শেষ দিনেও মনোনয়ন জমা দিলেন না প্রাক্তন বিসিসিআই সভাপতি।

ভোটে লড়ে বাংলার ক্রিকেট প্রশাসকের পদে ফিরে আসতে সৌরভ। কিন্তু সিএবি-তে নির্বাচন না হওয়ায় সৌরভও দাঁড়ালেন না সভাপতি পদের জন্য। শেষবেলায় নিজের সিদ্ধান্ত নিয়ে সৌরভ বলেন, “সিএবি-তে ভোট হলে লড়তাম। নির্বাচন হয়নি, তাই লড়াই করিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে পারতাম আমি। কিন্তু কোনও বিরোধী নেই, সবাই বন্ধু-বান্ধব”।

রবিবার দুপুর ১টা নাগাদ সিএবিতে আসেন সৌরভ। নিজের ঘরে চলে যান তিনি। সেই ঘরে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাসরা যান। বেশ কিছু ক্ষণ আলোচনা চলে সেখানে। যদিও শেষ পর্যন্ত সিএবির কোনো পদেই দাঁড়ালেন না সৌরভ।

সিএবি-র সহ-সভাপতি হচ্ছেন অমলেন্দু বিশ্বাস, সচিব হচ্ছেন নরেশ ওঝা। সিএবি-র যুগ্ম সচিব হচ্ছেন দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী।

আরও পড়ুন: কোহলির অনবদ্য অর্ধশতরান, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?