আজ আইএসএলের ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি।
লিগ পর্বে শীর্ষে থেকে লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। সেমিফাইনালে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তারা। অন্যদিকে বেঙ্গালুরু প্লে-অফে মুম্বই ও গোয়াকে পরাস্ত করে ফাইনালে উঠেছে।
ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যা ৭:৩০-এ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।