হাসপাতাল থেকে বাড়ি ফেরার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

ওয়েবডেস্ক : ২০ দিন আগেই বুকে স্টেন্ট বসিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে ফের বুকে ব্যাথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

২ জানুয়ারি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। প্রথমে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। পরে হার্টে ব্লকেজ ধরা পড়ায় স্টেন্ট বসানো হয়েছিল।

এ দিন বাড়ি থেকে গ্রিন করিডোর করে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল তাঁর চিকিৎসার আগাম ব্যবস্থা করে রেখেছিল। সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়।

হাসপাতালে পায়ে হেঁটেই প্রবেশ করেন বিসিসিআই প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন? আগের বারের সঙ্গে কোন যোগ সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুই কার্ডিয়োলজিস্ট ডা. আফতাব খান এবং সরোজ মণ্ডল তাঁর চিকিৎসা করছেন।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা