৪৮টি ম্যাচ, ৪৫ দিন, ১০টি দেশ এবং ১০টি বিশ্ব-মানের স্টেডিয়াম। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এ দিন গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এ বার ইয়ন মরগানের জায়গায় জস বাটলারের নেতৃত্বে খেলবে, তবে রানার্স-আপ দলের অধিনায়ক এখনও কেন উইলিয়ামসন। তবে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
অন্য দিকে, রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৪ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে।