এ বার লক্ষ্য কোচিং, কলকাতায় এসে জানালেন যুবরাজ সিংহ

কলকাতায় যুবরাজ। ছবি: রাজীব বসু

কলকাতা: এবার নতুন ভূমিকায় হাজির হলেন যুবরাজ সিংহ। শনিবার উদ্বোধন হল যুবরাজ সিংহের অ্যাকাডেমির। হাজির ছিলেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার স্বয়ং। জানিয়ে দিলেন, এ বার তিনি কোচ হিসেবে কেরিয়ার গড়তে চান।

কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।

সাংবাদিক বৈঠকে যুবরাজ বলেন, “আমার দুই বাচ্চা খুবই ছোট। ওরা আরও একটু বড় হলে, স্কুলে যেতে শুরু করলে আমি অনেকটা সময় পাব। আমি নিজেও বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আইপিএলেও কাজ করতে ইচ্ছুক। সুযোগ পেলেই কোচিং শুরু করব।”

ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর ওয়ান ডে বিশ্বকাপ। দুটো বিশ্বকাপে সেরার পুরস্কার। ভারতীয় ক্রিকেটে তাঁর মতো অলরাউন্ডার কমই এসেছে। মিডল অর্ডারে ব্যাটিং, পার্টটাইম স্পিনেও উইকেট নেওয়ার দক্ষতা এবং দুর্দান্ত একজন ফিল্ডার। যার কোনও বিকল্প এখনও খুঁজে পায়নি ভারতীয় ক্রিকেট।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে