ইন্ডিগোতে তীব্র বিশৃঙ্খলা: তিন দিনে বাতিল ৩,৪০০ উড়ান, চাপের মুখে ডিজিসিএ নিয়ম আংশিক প্রত্যাহার
ইন্ডিগোতে ভয়াবহ অপারেশনাল বিশৃঙ্খলায় তিন দিনে বাতিল ৩,৪০০ উড়ান। বিমানবন্দরজুড়ে যাত্রী ভোগান্তি। চাপের মুখে ডিজিসিএ পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম সংক্রান্ত নতুন নিয়ম প্রত্যাহার করল। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।