বড়দিন-বর্ষবরণে দিঘায় পর্যটকদের ভিড়, নিরাপত্তায় নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল কাঁথি পুলিশ
বড়দিন-বর্ষবরণে ভিড় পর্যটকদের দিঘায় নিরাপত্তার জন্য কাঁথি পুলিশের নতুন উদ্যোগ। ৭০৪৭৯৮৯৮০০ ওয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হোটেল ভাড়া, শ্লীলতাহানি-সহ সব সমস্যায় সহায়তা।