২৪ বছর পর ফুটলো ফুল, সুবাস নয়, বের হয় পচা মাংসের গন্ধ!
নিজের রূপের জন্য যেমন ফুলের কদর, তেমনি সুগন্ধের জন্যও ফুল পছন্দ করে মানুষ। কিন্তু এমন কিছু ফুল আছে যেগুলো সুগন্ধের বদলে ছড়ায় দুর্গন্ধ। এমনই ফুলের গন্ধ পচা মানবদেহের মতো। তবে তার পরও হাজার হাজার মানুষ এক বার তার কাছে যেতে চায়।