একদিনে ৫০০-রও বেশি উড়ান বাতিল, ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা! ভাড়া আকাশছোঁয়া
ইন্ডিগোর পরিষেবা কার্যত ধসে পড়েছে। একদিনে ৫০০-রও বেশি উড়ান বাতিল, বহু শহরে যাত্রীদের তীব্র ভোগান্তি। বিমান ভাড়া বেড়েছে কয়েকগুণ। পরিস্থিতি সামাল দিতে ইন্ডিগোকে তলব করেছে ডিজিসিএ। পাইলট ফেডারেশনের অভিযোগ—কর্মীসংকট ও বেতন স্থগিত রাখাই বিপর্যয়ের কারণ।