আজও বৃষ্টি! এর পর কেমন থাকবে আবহাওয়া?
কলকাতা: ভাদ্রের শেষবেলায় অব্যাহত বর্ষার খামখেয়ালিপনা। বৃষ্টি, বিরতি, ফের বৃষ্টি। কখনও ঝিরঝিরে তো কখনও আবার জোরে। হাওয়া অফিস বলছে, শুক্রবারেও সারা দিন বর্ষণের পূর্বাভাস থাকছে কলকাতায়। বৃহস্পতিবারের রেশ রয়ে গিয়েছে…