তরতরিয়ে নামছে পারদ, বাংলা কাঁপাতে প্রস্তুত শীত, সরস্বতী পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি!
বাংলার বুকে রাতারাতি এক ধাক্কায় পারদ নামল প্রায় তিন ডিগ্রি। একইসঙ্গে আগামী তিনদিন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা নামার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ঠাণ্ডা নামার পশাপাশি রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনার…