২ মাসের মধ্যে প্রাথমিকে ৮০০ নিয়োগ, বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা: প্রাথমিক ২০০৯-এ উত্তর ২৪ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। বৃহস্পতিবার তিনি দুই মাসের মধ্যে তিনি ৮০০ প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন। ২০০৯ সাল থেকে ওই প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। অবশেষে তাঁদের জন্য এল স্বস্তির খবর।

জানা গিয়েছে, দুর্নীতি সংক্রান্ত অভিযোগেই আটকে ছিল নিয়োগ। ২০০৯ সালের প্রাথমিক নিয়োগ নিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও উঠেছিল অভিযোগ। দীর্ঘদিন ধরে চলে আন্দোলন। এ দিন প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ওই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে হাসি ফুটল চাকরিপ্রার্থীদের মুখে।

সূত্রের খবর, দুর্নীতি যে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন তাঁরা তদন্ত চান নাকি চাকরি দিতে। সংসদ বঞ্চিতদের চাকরি দিতে প্রস্তুত বলেই জানিয়েছে। 

কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে ১৫ বছর পর সুখবর পেতে চলেছে এই চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই নিয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশে ১,৫০০ প্রার্থীর নিয়োগ শুরু হয়।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?