রবিবার ফিরলেও মঙ্গলে ফের রাজ্যে আসছেন অমিত শাহ

কলকাতা: রবিবার দার্জিলিঙের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তার সমর্থনে প্রচার করতে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর কপ্টার নামতেই পারেনি। বাতিল হয় সভা। বিজেপি সূ্ত্রে খবর, মঙ্গলবার ভোটপ্রচারে বাংলায় আসছেন অমিত শাহ।

রবিবার খারাপ আবহাওয়ার কারণে লেবংয়ে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সে কারণে বাতিল হয় সভা। বাগডোগরা থেকে অমিত শাহ চলে যান পরের কর্মসূচিতে। পরে ফোনে সমর্থকদের জন্য বার্তাও পাঠিয়েছিলেন তিনি। বিহারের কাটিয়ার থেকে ফোনেই বার্তা দেন। ফোন করেন রাজু বিস্তাকে। রাজুর ফোনে শাহ বলেন,’গোর্খাদের হিতকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এই দেশের জন্য  গোর্খাদের মতো কেউ বলিদান দিতে পারেননি’।

তবে, ভোট ঘোষণার পর শাহ এক বারই রাজ্যে এসেছিলেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করে গিয়েছেন তিনি। দ্বিতীয় দফায়, আগামী ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ হবে রায়গঞ্জে। তৃতীয় দফায় ভোট রয়েছে মালদহ দক্ষিণে। মঙ্গলবার এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করতে পারেন শাহ।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?