প্রথম পাতা খবর ‘ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব’, অসমে লোকসভার প্রচারে গিয়ে হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রীর

‘ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব’, অসমে লোকসভার প্রচারে গিয়ে হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রীর

88 views
A+A-
Reset

তৃণমূল কংগ্রেসের চারজন প্রার্থীর সমর্থনে অসমে প্রচারে গিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়ে দিলেন, এই প্রচার আসলে ট্রায়াল। ফাইনাল খেলা এখনও বাকি আছে। আগামী বিধানসভা নির্বাচনে অসমের সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বেকারত্ব-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘‘তৃণমূল এ বার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’’

শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এ বার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চেয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যান্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’’

মমতা আরও বলেন, “আপানারা কিছু না বলতেই সুস্মিতা দেবকে সাংসদ করিয়ে দিয়েছি। এবার দিয়ে দেখুন। আমি তো আসতে আসতে দেখলাম শিলচরে কিছুই হয়নি। কিছুই নেই। দু’একটা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া কিছুই নেই। আমি যখন আসছিলাম তখনও আমায় দেখে পার্টির স্লোগান দিচ্ছিল। আমি বলব তোরা আমার ভূত দেখিস। দিয়ে যা, যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা। আমার ফোস্কা পড়বে না। আমি মা-মাটি-মানুষকে বিশ্বাস করি। ঘা যেদিন মা-মাটি-মানুষ দেবে সেদিন বুঝবে কত ধানে কত চাল।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.