টানা কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: বৃষ্টির কাঁধে ভর দিয়ে সামান্য নিম্নমুখী পারদ। তবে আবহাওয়ার খুব একটা পরিবর্তন না হলেও চৈত্রে স্বস্তি মিলেছে অনেকটাই। তাপপ্রবাহ থেকে অব্যাহতি পেয়েছে সাধারণ মানুষ। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য়ের একাধিক জেলায়।

আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জেলায়। শনি এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে আবার রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।

মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টি হবে। এর মধ্যে জলপাইগুড়িতেই সবথেকে বেশি সময় ধরে হবে বৃষ্টি।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা