কলকাতার উপকণ্ঠ থেকে এএনআই-এর হাতে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডের ২ সন্দেহভাজন

কলকাতা: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডের দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ। পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা।

মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছিল। জানা গিয়েছে, কলকাতার উপকণ্ঠেই লুকিয়ে ছিল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত। অভিযুক্ত আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব পরিচয় গোপন করে থাকছিল। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করল এনআইএ।

সংবাদসংস্থা এএনআই সূ্ত্রে খবর,ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও, আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল। জানা যায়, বিস্ফোরণের ঘটনার পরে দুই সন্দেহভাজন পশ্চিমবঙ্গে চলে আসে। সেখানেই লুকিয়ে ছিল তারা। পশ্চিমবঙ্গ, তেলঙ্গনা, কর্নাটক ও কেরল পুলিশের যৌথ অভিযান করে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে এনআইএ।

Related posts

আজ রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ, ভাগ্য পরীক্ষা এক ঝাঁক তারকা প্রার্থীর

আজও বৃষ্টির সম্ভাবনা, তবে চলতি সপ্তাহেই আবহাওয়ার ভোলবদল

নুডলস খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১২ বছরের বালক, হাসপাতালে ভর্তি পরিবারের ৫ জন