প্রথম পাতা খবর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম শুনে কী বললেন অভিষেক?

ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম শুনে কী বললেন অভিষেক?

99 views
A+A-
Reset

কলকাতা: অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিজিৎ দাস (ববি)-কে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার সঙ্গেই অভিষেকের জামানত জব্দের চ্যালেঞ্জ ছুড়়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। অন্য দিকে, অভিষেকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘ভাল ভাল ভাল’।

মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় নাম রয়েছে অভিজিতের। বিজেপির দাবি, অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। ফলে তাঁর পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিয়েছেন দিল্লির শীর্ষ নেতৃত্ব।

নাম ঘোষণার পর একটি টিভি চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ বলেন, “আমাকে প্রার্থী করায় মোদীজিকে ধন্যবাদ। অভিষেকের বিরুদ্ধে কঠিন লড়াই মনে করছি না। সুষ্ঠুভাবে নির্বাচন হলে অভিষেকের জামানত জব্দ হবে। ডায়মন্ড হারবারে গণতন্ত্রের পক্ষে লড়াই হবে। এতদিন গণতান্ত্রিকভাবে ডায়মন্ড হারবারে ভোট হয়নি। ২০১৮-তে মনোনয়ন জমা-ই করতে দেওয়া হয়নি। ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেন অভিষেক। এ বার যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে অভিষেকের জামানত বাজেয়াপ্ত হবে।”

বলে রাখা ভালো, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি।

ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে টানাপোড়েনের ফলে শাসকদল তৃণমূল কংগ্রেসের কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল বিজেপিকে। অবশেষে দেরিতে হলেও, ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেথে বিজেপি। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হতেই নতুন উদ্যম দেখা গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। তবে বিজেপি প্রার্থীর নাম নিয়ে অভিষেক যে খুব একটা বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত মন্তব্যে।

ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার সময় তাঁকে প্রশ্ন করা হয়, আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিল অবশেষে। কী বলবেন? এর উত্তরে অভিষেক তাকিয়ে ‘ভাল ভাল ভাল’ বলে চলে যান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.