শুক্রবার দ্বিতীয় দফায় বাংলার ৩ কেন্দ্রে ভোট, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুক্রবার (২৬ এপ্রিল)। আসন সংখ্যা একই থাকলেও প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। উল্লেখযোগ্য ভাবে, প্রথম দফার তুলনায় তৃতীয় দফায় বাহিনীর সংখ্যা অনেকটাই বেড়ে যাবে।

রাজ্যে প্রথম দফার ভোটে ছিল ২৬৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, যেখানে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে থাকছে ৩০৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। যাদের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন ৩ লোকসভা কেন্দ্রে কাজে লাগানো হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের। তৃতীয় দফায় সেই সংখ্যাটা বেড়ে হবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

দার্জিলিং লোকসভায় ৭৩৯টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ৮৮ কোম্পানি। রায়গঞ্জ লোকসভায় ২১০টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ১১১ কোম্পানি। বালুরঘাট লোকসভায় ১৯২টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ৭৩ কোম্পানি। এ ছাড়াও দ্বিতীয় দফার ভোটে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ।

প্রসঙ্গত, এর পর তৃতীয় দফায় ৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বাংলায়। জানা গিয়েছে, ওই দফায় রাজ্য়ে থাকবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যাদেরর মধ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৪টি লোকসভা কেন্দ্রে ভোট হবে।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?