অমিত শাহর ‘উল্টো করে ঝুলিয়ে দেওয়া’ মন্তব্যের জবাব দিলেন মমতা

কোচবিহার: কোচবিহারে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর ‘উল্টো করে ঝুলিয়ে দেওয়া’ মন্তব্যের জবাব দিলেন মমতা।

বালুরঘাটের বিজেপি প্রার্থীদের সমর্থনে সভাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনা নিয়ে মন্তব্য করেন শাহ। বলেছিলেন, ‘আপনার কেউ চিন্তা করবেন না। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।’

তাঁর সেই মন্তব্য নিয়ে শুক্রবার তোপ দেগেছেন মমতা। নাম না করে অমিত শাহকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট। সে নামটাও জানে না। বালুরঘাট বল না হয়। বুনিয়াদপুর আলাদা।’ একইসঙ্গে তৃণমূলনেত্রীর সংযোজন, ‘বাংলায় এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী। এসে বলেছেন, উল্টে ঝুলিয়ে রেখে দেব। আপনারাই বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়?’

মমতা আরও বলেন, ‘কী মিডিয়ার বন্ধুরা আপনারা তখন শুনতে পারেন না। আপনি কাকে বা কাদের ঝুলিয়ে রাখবেন। এত সোজা? এত তাড়াহুড়ো করবেন না। শাহ এমন করে বলছেন যেন ওঁরা ৫৪৩টির মধ্যে ১০৪৩টি আসন পেয়ে গিয়েছেন। আমি বলি, এত তাড়াহুড়ো কোরো না। গেমটা এত সোজা নয়। প্রথমে নিজেরটা দেখুন। নিজের চেহারাটা দেখুন।’ 

Related posts

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল