ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুর: কপ্টারে উঠে আসনে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় বিপত্তি।

শনিবার আসানসোলে দুটি জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইজন্য দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে কুলটির উদ্দেশ্যে রওনা দেন । হেলিকপ্টারে বসতে গিয়ে তিনি আচমকাই পড়ে যান। তারপর নিজেই উঠে বসেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর তেমন আঘাত লাগেনি। হঠাৎ তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন । সেইসময় নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাঁকে নিজের আসনে বসতে সাহায্য় করেন।

এমনিতে কয়েকদিন ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪৩ ডিগ্রির আশেপাশে চলছে। লু বইছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ। এমন তীব্র গরমের সময় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে সিটিসেন্টারে একটি বেসরকারি হোটেলে থাকছেন ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বুদবুদের জনসভাতেই তিনি জানিয়েছিলেন, প্রচণ্ড গরমে তাঁর শরীর ভালো নেই। জানা গেছে, দুর্গাপুর থেকে কুলটি রওনা দেওয়ার পর নিরাপত্তা রক্ষীরা জানান, তিনি ভালো আছেন। তিনি হেলিকপ্টার থেকে নেমে কুলটির জনসভায় যোগও দেন ।

Related posts

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫