আজ খুশির ইদ, রেড রোডের নমাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার খুশির ইদ শহরে। সেই উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বারও রেড রোডে প্রার্থনার আয়োজন করা হয়েছে। রেড রোডের নমাজে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক মাস ধরে রোজা চলার পর গোটা রাজ্যে খুশির ইদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়। এই উপলক্ষে বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লেখেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ইদের দিন রেড রোডের অনুষ্ঠানে যান। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ দিন রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যরা।

উল্লেখ্য, ভোটের প্রচারের কাজে গত কয়েক দিন উত্তরবঙ্গেই ছিলেন মমতা। সেখান থেকেই তিনি জানিয়েছিলেন, ইদ উপলক্ষে দু’দিনের জন্য তাঁকে কলকাতায় ফিরতে হবে। কলকাতায় ইদ উপলক্ষে দু’টি ইফতার পার্টিতেও যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫

সন্দেশখালি নিয়ে স্লোগান উঠতেই মেজাজ হারালেন শুভেন্দু! অশালীন শব্দ বিরোধী দলনেতার