ফের উত্তপ্ত ভাটপাড়া, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

কলকাতা: ভোটের মুখে আবারও উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বুধবার রক্ত ঝরল এলাকায়। ভাটপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ এক যুবক। গুলিতে জখম পিন্টু চৌহান নামে বছর পঁয়ত্রিশের এক যুবক।

ঘটনায় প্রকাশ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বেঁধেছিল। কিছুক্ষণের মধ্যেই বচসা চরমে পৌঁছায় এবং ক্ষণিকের মধ্যে বন্দুক বের করে পিন্টুকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তাঁর বন্ধু। গুরুতর আহত অবস্থায় পিন্টু লুটিয়ে পড়েন মাটিতে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে যুবক গুলি চালিয়েছে সে পিন্টু চৌহানের বন্ধু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে, ঠিক কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করে পুলিশ।

ভোটের মুখে এই গুলি চালনার ঘটনায় ফের ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীর মনে। স্থানীয় সূত্র খবর, প্রকাশ চৌধুরী নামে একজনের নামে অভিযোগ করা হয়েছে, সে বিজেপি কর্মী বলে পরিচিত বলে দাবি। অন্য দিকে, গুলিতে জখম পিন্টু তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?