তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, শিক্ষামন্ত্রীর কাছে স্কুল বন্ধ রাখার আবেদন শিক্ষক সংগঠনের

হাঁসফাঁস অবস্থা গরমে। ছবি: রাজীব বসু

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। মঙ্গলবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানানো হল।

২০ এপ্রিল পর্যন্ত একাধিক রাজ্যের জন্য একটি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। সতর্ক করে দিয়ে জানানো হয়েছে, এই পুরো সপ্তাহে তাপমাত্রা খুব বাড়তে চলেছে, যে কারণে হাঁসফাঁস অবস্থা থাকবে। সাধারণ মানুষকে শুধুমাত্র প্রয়োজনে বাইরে যেতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ২০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। কারণ এই অঞ্চলে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। এমন পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানানো হল শিক্ষক সংগঠনের তরফে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে একটি মেল পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। যাতে বলা হয়েছে, ২২ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দাবদাহ কমার সম্ভাবনা নেই। তাই শিক্ষা দফতর বিবেচনা করে আগামী ২২ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলে ভাল হয়।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?